ভ‍্যালেন্টাইন ডে র কবিতা || a poem of valentine day ||


 

 

আজ না কী ভ‍্যালেন্টাইন ডে

মানে প্রেমদিবস!

আমার তো মাথায় ঢোকে না সখী

বছরের তিন'শ পঁয়ষট্টি দিনের মধ‍্যে

মাত্র একটি দিন বরাদ্দ প্রেম করার জন‍্য ?

হা ঈশ্বর!

এতটাই সময়াভাব আমাদের ?

এতটাই অভাবী আমরা

মাত্র একটি দিনই গোলাপ কিনে

তুলে দিতে পারি তোমার হাতে!

মাত্র একটি দিনের জন‍্যই

তুমি হয়ে ওঠো পঞ্চদশী কিশোরী

একটি ক‍্যাডবেরির চকোলেট দিই উপহার।

আর কিছু না হয় না ই বা বললাম

অশ্লীলতার দায়ে পড়ার আছে আশঙ্কা,

সেসব থাক না হয় তোমার আমার মাঝেই

দরকার কী লোক জানাজানির --

অযথা কানাকানির!

বছরের বাকী দিনগুলি না হয়

কাক তাড়ানো গলায় ঝগড়া করব আমরা দুজনা

গাছকোমর বেঁধে আর আস্তিন গুটিয়ে

সারাদিন ধরে!

তবুও তো জানব, অনুভব করব --

পঁয়ত্রিশটি বছর ধরে দিনগত পাপক্ষয়ের পরেও

মুঠো মুঠো ট‍্যাবলেট গিলেও

রক্তের চাপ আর শর্করা বাড়িয়ে

খুঁক খুঁকে কাশি আর ক্ষয়িষ্ণু হাঁটু নিয়ে

এখনও তুমি আছ, আমি আছি !!


       ---- প্রশান্ত পাইন

দম্ দম্

১৪/০২/২০২১

 

Comments

Popular posts from this blog

A New Beginning

Internship for Microbiology?

10 Best Microbiology Research Projects for College Students