আমি কবি হব না " Never be a Poet"


আমি কবি হব না
  প্রশান্ত পাইন
 
 
অনেকেই বলেন --
আমি না কী কোনদিনই কবি হতে পারব না
কেন না আমি স্তিতধী নই --
যৎসামান্য ব্যাপারেও আমি অতিমাত্রায় সংবেদনশীল ;
চলনে বলনে হাবে ভাবে
আমি আদৌ নান্দনিক নই,
নিমফুলের মধুগেলা কন্ঠস্বর
যেমন কর্কশ তেমনই অ-মাইক --
সুললিত শব্দবন্ধ রনিত হয় না সুতীক্ষ্ণ রসনায় ;
্যূনতম সৌজন্যবোধও অনুপস্থিত
শিরা উপশিরায়।
্যাঁ ভাই,
আমি মেনে নিয়েছি সব অভিযোগ --
সত্যিই হয় তো কবি হওয়া
আমার আর হল না এই জীবনে!
আমার বাড়ির কাজের মাসির
রেশনের চাল চুরি করে
বানভাষির ত্রিপল চুরি করে
রাজপ্রাসাদ তৈরীকে সামান্য অপরাধ ভাবার মত
অসামান্য বুদ্ধি নেই আমার ঘটে ;
নাবালক ধর্ষকের সাবলীল ধর্ষণকে
ছেলেমানুষি ভাবার মত ছেলেমানুষ আমি নই ;
উন্নয়নের নামে বিকাশের রথে চাপিয়ে সারা দেশটাকে বশংবদ শিল্পপতিদের বাড়ির উঠোনে তুলে দেওয়াটাকে সাদাচোখে দেখার মত
মরা মাছের চোখ আমার নেই ;
গিরগিটিদের অর্হনিশি রঙ বদলে
রোমাঞ্চিত হবার মত শিশুও আমি নই ;
সিবিআই-ইডি চোরপুলিশি খেলা
আর বিরোধিতার নৌটঙ্কিতে
মোহিত হবার মত জরদগব নয় আমার মস্তিষ্ক।
কি করব আমি?
আমার তো কিছুই করার নেই
অবস্থা বদলানোর ক্ষমতাও নেই আমার ;
শুধু মনের আগুনে পুড়তে পারি আর
মনে যা আসে তাই উগরে দিয়ে
মনের ভার আর মাথার দপদপানি
প্রশমিত করতে পারি,
আর কিছুই যে পারি না আমি।
না ভাই,
আমি কোনদিনই নান্দনিক ছিলাম না
শালীনতার ছিঁটেফোটাও আমার নেই,
মনুষ্যসমাজের কোন এক বিশেষ প্রজাতিকে
ভদ্রভাষায় বরাহনন্দন সম্বোধন করার মত
শিষ্টাচার আমার নেই।
না রে ভাই ,
আমি কক্ষণো কবি হব না --
কবি হবার কোন প্রয়োজনই নেই আমার
সে সাধও নেই, সাধ্যও নেই।
দমদম
২৪/০৪/২০২২

 

Comments

Popular posts from this blog

A New Beginning

Internship for Microbiology?

10 Best Microbiology Research Projects for College Students