পক্ষাঘাতগ্রস্ত আমি--"I'Handicapped"

 

পক্ষাঘাতগ্রস্ত আমি
--- প্রশান্ত পাইন

 
 
কিছু একটা হয়েছে আমার!
শত চেষ্টাতেও কিছু লিখতে পারি না আর
মনের খানাখন্দরে মাঝেমধ্যেই ভেসে ওঠে
হাজারো ভাবনার বুদবুদ
কিন্তু জমাট বাঁধে না কিছুতেই,
শরীর দেয় না সাথ --
প্রতি শিরা উপশিরায় আলসেমির পোকা
কিলবিল করে,
লেখা আর হয়ে ওঠে না কিছুই।
দেহের আলসেমির কীট নিস্তেজ হয় যখন
তখন ভাবনা যায় হারিয়ে
মনের অন্ধ গহ্বরে --
কিছুতেই মনে পড়ে না আর।
মস্তিকের দুয়ারেও কড়া নেড়ে দেখেছি
সেও তখন জরদগব সম নির্বিকার ;
মনেই সমাধি ঘটে মনের ভাবনার
বাঙ্ময় হয় না আর কিছুতেই।
আমি বুঝতে পারি না --
পক্ষাঘাতটা ঠিক কোথায়!
দেহে মনে না মস্তিষ্কে ?
তবে এটা বিলক্ষন বুঝতে পারছি
আমি এখন সত্যিই পক্ষাঘাতগ্রস্ত।
 
 
দমদম
০৫/০৪/২০২২

Comments

Popular posts from this blog

A New Beginning

Internship for Microbiology?

10 Best Microbiology Research Projects for College Students