একাকী নৈশব্দে || Alone inthe slience ||

একাকী বিষন্ন মনে কি ভাবছ কবি
গালে রেখে হাত --
কি ঘটছে এসব, কেনই বা ঘটছে সব ?
অন্য রকম কোন কিছু কী ঘটার কথা ছিল ?
ছিল কী অন্য কোন কিছু হবার অবকাশ ?
বেকার ভেবে ভেবে মাথা খারাপ ক'রো না,
যে ক'গাছা পাকাচুল আছে মাথায়
থাকুক না আরও ক'টা দিন !
খামোকা মস্তিষ্কে রক্তক্ষরণের কি প্রয়োজন ?
অনেক কিছুই তো বললে
অনেক পাতাই তো ভরলে কলমের আচরে
লাভ কি হল কিছু তাতে ?
তোমার একটি প্রলাপও
আমাদের কারো কানের পর্দায়
আঘাত হানে নি কোন,
তোমার ভারী ভারী শব্দগুচ্ছের
একটি কবিতার লাইনও
পড়ে দেখি নি আমরা কেউই ;
তোমার ভারী কথা ভারী চিন্তা
আমাদের তরল মস্তিষ্কে ঢোকে নি এক কণাও।
তার চেয়ে অনেক সহজপাচ্য
দৈনিক সংবাদপত্রে প্রাত্যাহিক ধর্ষণের রসালো কাহিনী --
যা পড়ে ধর্ষকামী আনন্দে মাতোয়ারা হয় আমাদের হৃদয়,
ভাদ্দুরে সারমেয়র মেজাজে চেখে যাই
ধর্ষণের অনির্বচনীয় বর্ণনা।
গণহত্যার বা ঘর পোড়ানোর খবরে
উদ্বিগ্ন হই আমরা,
চায়ের দোকানের বেঞ্চে বসে
চায়ের পেয়ালায় তুফান তুলি ;
আমাদের প্রতিবাদের ভাষা
প্রতিরোধের আগুন ঐটুকুতেই সীমাবদ্ধ
তার বাইরে এক ইঞ্চিও নয়।
আমাদের কি প্রয়োজন বল তো
তোমার ঐ ভারী ভারী কথা আর
ভারী ভারী চিন্তায় মাথা ভার করার ?
না কবি, এখনও সময় হয় নি তোমার।
একা হয়ে যাও,
একাকী নৈশব্দে প্রস্তুত করে তোল নিজেকে
যুদ্ধারম্ভের ঢক্কা নিনাদের জন্য।
মাৎস্যন্যায়ের কাল না হয় চলুক
আরো ক'টা দিন !!
 
 
--- প্রশান্ত পাইন
 
 
 

Comments

Popular posts from this blog

A New Beginning

Internship for Microbiology?

10 Best Microbiology Research Projects for College Students