অবিনশ্বর চে গুয়েভারা





বিশ্বকে সূর্যের চারদিকে ঘুরতে দেখেছি বলে
তুমি আমার চোখ উপরে নিতে পার ,
মানুষের মিছিলে পা মিলিয়েছি বলে
তুমি আমার পা দুটোকে
তোমার বুলডোজারের তলায়
গুড়িয়ে দিতে পার ,
মুষ্ঠিবদ্ধ হাতে লাল নিশান
আকাশের দিকে মেলে ধরেছি বলে
কাঁধ থেকে আমার হাতদুটো
আলাদা করে দিতে পার ,
তোমার স্বেচ্ছাচারের বিরুদ্ধে
গলা তুলেছি বলে
আমার কন্ঠ রুদ্ধ করতে পার ;
কিন্তু আমার বুকের ভিতর জমে থাকা
বারুদের স্তুপকে
নিস্তেজ করবে তুমি কি ভাবে ?
আমার মস্তিষ্কে অবস্থিত বোধকে
অচেতন করবে কি ভাবে ?
সে তো তোমার রাষ্ট্রশক্তির অধীন নয় !
সে তো সর্বশক্তিমানের ক্ষমতারও বাইরে !!
 
--- প্রশান্ত পাইন

 

Comments

Popular posts from this blog

A New Beginning

Internship for Microbiology?

10 Best Microbiology Research Projects for College Students